নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বুলেট রানা নামে এক ছাগল ব্যাবসায়ীর বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের (বাশারপুকুরের পার্শ্বে) সরদার পাড়ায়। এ ঘটনায় ভূক্তভোগী ছাগল ব্যাবসায়ী বুলেট রানার বাবা ফছির উদ্দিন এবং বড়মা রাশেদা বেগম আহত হয়েছেন।
এদের মধ্যে ফছির উদ্দিন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন এবং রাশেদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানাগেছে,গণেশপুর গ্রামের ফছির উদ্দিন সরদারের ছেলে ছাগল ব্যাবসায়ী বুলেট রানার সাথে একই গ্রামের প্রতিপক্ষ হেলাল,বুলবুল ওরফে বুলু এবং মকলেছুর রহমান গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রতিপক্ষের হেলাল,বুলবুল ওরফে বুলু,মকলেছুর রহমান,মানিক,সোহেল,শাহিন,কালাম এবং রাজুসহ প্রায় ২০/৩০ জন সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগসহ ৪ টি গরু, ধান,চাল,নগদ ১৫ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
এমতাবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এর আগেও তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেসব বিষয়ে মামলা এখনও চলমান রয়েছে বলেও জানান তারা।
এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে তারা বলেন,পরিকল্পিতভাবে ফাঁসাতেই তাদের বিরুদ্ধে এসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোসহ অন্যান্য মালামাল লুটপাটের বিষয়ে তাদের কোন সম্পৃক্ততা নেই।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বসতবাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করা কারো জন্যই কাম্য নয়।
এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ধর্য্য ধারনের আহব্বান জানান তিনি।
আরও পড়ুন বকশীগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ হাসিম মিয়া
(টিটু)
সহকারী বার্তা সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2024 দশানী ২৪. All rights reserved.