গতকাল ২৪শে আগস্ট আনুমানিক রাত ৯ ঘটিকার দিকে মিতালী উচ্চ বিদ্যালয়ের আইসিটি রুমের পাশেই পরিত্যক্ত জায়গায় একটি বস্তায় ছয়টি ল্যাপটপ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামলার তদন্ত কর্মকর্তা আবু রায়হান।
গত ১০ এপ্রিল মিতালী উচ্চ বিদ্যালয়ের আইসিটি রুমের তালা ভেঙে ১২ টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। এ ঘটনার ৭ দিন পর ১৭ এপ্রিল প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় বিদ্যালয়টির নৈঃশ্বপ্রহরী প্রধান শিক্ষকের শ্যালক লিটন মিয়া,বাবু ও রহিমকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয় সবাই। দীর্ঘ ছয় মাস পর ২৪ শে আগস্ট ২০২৪ ইং ছয়টি ল্যাপটপ উদ্ধার হয়েছে।
এ বিষয়ে মিতালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান,মামলার তদন্ত অফিসার আমায় ফোন দিয়ে বলে বিদ্যালয়ে আসতে। পরে বিদ্যালয়ের গিয়ে একটি বস্তা দেখতে পাই। সেখানে ৬ টি ল্যাপটপ পাওয়া যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা, এসএই আবু রায়হান জানান,রাত আনুমানিক ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মিতালী উচ্চ বিদ্যালয়ের আইসিটি রুমের পাশে একটি সাদা বস্তা পাওয়া গেছে। সেই সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে একটি বস্তা পাই। বস্তায় ছয়টি ল্যাপটপ পাওয়া গেছে।তিনি আরো বলেন, তদন্ত অব্যাহত রয়েছে।
তবে বাকি ল্যাপটপ এর বিষয় নিয়ে কোন কথা বলেননি তিনি।
Leave a Reply