লামার সরই ইউপি চেয়ারম্যান অপসারণের দাবীতে এলাকাবাসীর আবেদন
মোঃমোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার লামার সরই ইউপি চেয়ারম্যান অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয় লোকজন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই আবেদন দেয় স্থানীয় লোকজন।
আবেদনে তারা উল্লেখ করেন, বর্তমানে আমাদের ইউপি চেয়ারম্যান একজন দূর্নীতিবাজ, স্বৈরাচারী সরকারের অবৈধ নিশিরাতের ভোটচোর চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন। অবৈধভাবে গাছ ব্যবসা, বালু উত্তোলন ও বিক্রয় যার মাধ্যমে বিভিন্ন মানুষের জমিন বিলীন হয়ে যায় ও পাহাড় ধসে পড়ে। পাহাড় কেটে বিল্ডিং তৈরি যাহা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে দৃশ্যমান।
এছাড়াও বিভিন্ন জায়গায় পাহাড় কেটে মাটি বিক্রয় করেন। এলাকাবাসীকে জায়গা-জমিন ও অন্য যে কোন বিষয় বিচার নিয়ে অন্যায়ভাবে টাকা নিয়ে বিপক্ষ পার্টিকে রায় প্রদান করেন ইত্যাদি।
গত ০৫ আগস্ট ২০২৪ ইং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আজ পর্যন্ত একদিনের জন্যও তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয় নি। যার কারণে আমরা সরাইবাসী চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, প্রত্যয়ন পত্র যাবতীয় ইউনিয়ন পরিষদ সেবা হতে বঞ্চিত হচ্ছি।
তাই আমরা এলাকাবাসী এই অবৈধ চেয়ারম্যানকে অপসারণ ও প্রশাসক নিয়োগের জোর দাবী জানাচ্ছি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.