ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে দিনের বেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিক। ১২ অক্টোবর শনিবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাগর নামে একজনকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত সাংবাদিকের স্বজনরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশন এলাকার শম্ভুগঞ্জ মাঝিপাড়ায় নিজ বাসার সামনে চায়ের দোকানে বসে ছিলেন স্বপন ভদ্র।
এ সময় সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। কুপিয়ে তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। অতিরিক্ত রক্তক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্য হয়।
স্বজনদের দাবি, মাদক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় স্বপন ভদ্রকে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি দৈনিকে কাজ করলেও এখন তিনি ফেসবুকেই সক্রিয় ছিলেন। তাঁর স্বজনরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবে নবাগত সভাপতি এবং সাধারণ সম্পাদক। এছাড়াও তদন্ত সাপেক্ষে সঠিক বিচার কামনা করেন।
আরও পড়ুন সৌদি রিয়াদে জনপ্রিয় আমিয়াল গ্রুপের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Leave a Reply