দিনাজপুরে দৃষ্টান্ত স্থাপনে হাজী মোহাম্মদ দানেশ এর কবর জিয়ারত করলেন নতুন ভিসি অধ্যাপক এম. এনামুল্লাহ স্যার। এটায় বড় অভাব ছিলো দিনাজপুরে। দৃষ্টান্ত স্থাপন করলেন,যার নামে এই বিশ্ববিদ্যালয় তাঁর কোন সমাদর এতদিন চোখে পড়ার মতো ছিল না,মাঝখানে “বিউটিফুল দিনাজপুর” পরিবার থেকে এই কবরস্থান টি পরিস্কারের উদ্যোগ নিয়ে সুষ্ঠ ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। এই উদ্যোগ কে আমরা সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
Leave a Reply