বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে সার - বীজ
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে । বুধবার ৬ নভেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের চত্বরে ফসল বৃদ্ধির লক্ষ্যে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৬ হাজার ১৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে। এদের মধ্যে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ , চিনা বাদাম, মুগ, মসুর, খেসারি, ১০ কেজি এমওপি ও ১০ ডিএপি কেজি সার বিতরণ করা হয়েছে । এসব বীজ প্রায় ৮ শ ৮৪ হেক্টর জমিতে বপন করা হবে ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম সহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ হাসিম মিয়া
(টিটু)
সহকারী বার্তা সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2024 দশানী ২৪. All rights reserved.