ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টারঃ
২০ও২১ডিসেম্বর তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল উপলক্ষে সভাপতিত্ব করবেন মাওলানা মোঃ আফজল হোসেন সহ সুপার সাদুরিয়া আলিম মাদ্রাসা সহ-সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ হোসেন সহকারী শিক্ষক সাদুরি আলিম মাদ্রাসা প্রধান অতিথি মোঃ ইব্রাহিম হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান।
বিশেষ অতিথি মোহাম্মদ জুয়েল দিন সাইদুল রহমান দুলা ভোগইল প্রধান বক্তাঃশায়েখ শামীম আখতার হক্কানী মুর্শিদাবাদ ভারত দ্বিতীয় বক্তাঃমাওলানা মোহাম্মদ তাজমুল বিন মোফাজ্জল কুজাইল সালাফিয়া মাদ্রাসা তৃতীয় বক্তাঃমাওলানা মোহাম্মদ এমদাদুল হক বিন আব্দুর রাজ্জাক বগুড়া।
দ্বিতীয় অধিবেশন প্রধান বক্তাঃহাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম টাঙ্গাইল দ্বিতীয় বক্তাঃমোহাম্মদ আমিরুল ইসলাম গোবিন্দপুর আরো অন্যান ওলামায়ে কেরাম কোরআন হাদিস আলোকিত ওয়াজ ফরমাবেন আপনারা উক্ত মাহফিলে যোগদান কোরিয়া ছাওয়াব অশেষ হাসিল করুন প্রচারেঃ গোবিন্দপুর গ্রামবাসী।
Leave a Reply