মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমল্পেক্সে র্দীর্ঘ দিন যাবৎ চিকিৎসক ও জনবল সংকটের কারনে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা । ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও ১৪ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। মাত্র ৭জন চিকিৎসক কর্মরত থাকলেও ২ জন সংযুক্তির আদেশে অন্যত্র কর্মরত রয়েছে। চিকিৎসকের পাশাপাশি নার্স সহ ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীর সংকট রয়েছে। হাসপাতালের জুরুরী বিভাগে চিকিৎসক না থাকায় অনেক সময় ওয়ার্ড ভয়রাও চিকিৎসা দিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় ব্যান্ডেজ সেলাই সহ বিভিন্ন অস্ত্রোপাচার পিয়ন ও ওয়ার্ড ভয়রা করে থাকেন। ফলে সব সময় রোগীরা মৃত্যুর জোকির আশংকায় থাকেন। উপজেলা কমল্পেক্সে জুনিয়র কনসালট্যান্ট (সার্জিকেল) জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) জুনিয়র কনসালট্যান্ট (গাইনী ও অবস) জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) জুনিয়র কনসালট্যান্ট (ডেন্টাল) জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান গলা) জুনিয়র কনসালট্যান্ট (অর্থপেডিক্স) জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু) মেডিকেল অফিসার (অ্যানেস্থেসিয়া), প্যাথলজিস্ট, হোমিও চিকিৎসক সহ অনেক চিকিৎসকের পদ র্দীর্ঘ দিন যাবৎ শূন্য রয়েছে। ৫০ শয্যা হাসপাতাল হিসাবে খাদ্য বরাদ্দ পাওয়া গেলেও চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ঔষধ পত্র সহ চিকিৎসক নার্স ও জনবল সংকট রয়েছে। অত্র হাসপাতালে প্রায় সময় ইনডোরে ৮০/৯০ জন রোগী ভর্তি থাকে। আউট ডোরে প্রতিদিন ৫০০/৬০০ শত রোগী সেবা নিতে আসে। ৫০ শয্যা হলেও শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি হওয়া প্রায় রোগীকেই মেজেতে বা রারান্দায় থাকতে হয়। অত্র হাসপাতালে উপজেলার বাহিরে পার্শ্ববর্তী সরাইল, মাধবপুর, লাখাই, অষ্টগ্রাম থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসে। উপজেলা ১৩ টি ইউনিয়নে ১টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র ৩টি উপ স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনার অধিদপ্তরের অধিনে ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নানাবিদ সংকট বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চিকিৎসা কার্যক্রম চালাতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে। তবে জনবল সংকটের বিষয়ে সিভিল সার্জন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। দিনাজপুর সহ উত্তরাঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করার অঙ্গীকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
Leave a Reply