রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো এক শিশুর বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে অহনা মালিয়াত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) বিকালে বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অহনা মালিয়াত জামালপুরের জেলার সদরের আমলা পাড়া এলাকার আরির খান (হান্নানের) কন্যা । পরিবার ও থানা পুলিশ সূত্রে জানাগেছে,অহনা তার নানার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকালে অহনা পরিবারের লোকজনের অগোচরে পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার করার এক পর্যায়ে পুকুরের পানিতে পরের যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু অহনার মরদেহ । আরো জানাগেছে, অহনা মালিয়াত মানসিক প্রতিবন্ধি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যাতা নিস্চিত করেছেন ।তিনি জানান,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বকশীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো এক শিশুর
Leave a Reply