তারিকু ইসলাম তারাঃ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারীতে অবস্থিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ জানুয়ারি সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক জাকির হোসেন, আব্দুর রহিম এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা শিক্ষার্থীদের নতুন বই হাতে তুলে দিয়ে তাদের শিক্ষাজীবনের সফলতা কামনা করেন।
বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, নতুন বই পাওয়ার এই দিনটি তাদের কাছে নতুন বছরের সবচেয়ে আনন্দময় মুহূর্ত।
প্রধান অতিথি মাসুদ রানা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করবে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে এই মাদ্রাসার গৌরবকে আরও উঁচুতে নিয়ে যাবে।”
বিশেষ অতিথি জাকির হোসেন বলেন, “প্রতিটি শিশু জাতির ভবিষ্যৎ। তাদের হাতে বই তুলে দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাই তারা শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষও হয়ে উঠুক।”
মাদ্রাসার শিক্ষকগণ নতুন বছরের পাঠ্যক্রম নিয়ে শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদানের প্রতিশ্রুতি দেন। তারা জানান, শিক্ষার্থীদের মানসিক, শারীরিক এবং নৈতিক উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের এই উদ্যোগ তাদের লেখাপড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে।”
বই বিতরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তাদের জীবনগঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.