জমির উদ্দীন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় শাহজাহান নেওয়াজ মাখন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (৫ জানুয়ারী) দুপুর দেড়টায় দেবীগঞ্জ পৌরসদরের খুটামারা অভিরাম পাড়া এলাকায় নিজ বাসা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।
গ্ৰেপ্তার শাহজাহান নেওয়াজ মাখন রামগঞ্জ বিলাসী নগর পাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্ৰেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।„
উল্লেখ্য যে, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেরি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.