স্টাফ রিপোর্টার:
জামালপুরে অর্থ আত্মসাতের মামলায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরন করেছে আদালত।
১২ জানুয়ারি রোববার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরিষাবাড়ি আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ এই আদেশ দেন।
আর এই মামলায় এখনো পলাতক রয়েছে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মাসুদ রানা নামে দুইজন ব্যক্তি।
কারাগারে প্রেরন হওয়া আমিনুল ইসলাম জেলার বকশীগঞ্জ উপজেলার কুশলনগর উত্তর পাড়া গ্রামের মোঃ মমতাজ আলীর সন্তান।
মামলার বাদী মোঃ স্বপন মিয়া জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশী লোহুড়া গ্রামের মোঃ সোহরাব আলীর সন্তান।
মামলার নথি থেকে জানা যায়- একটি শ্রমজীবি সমবায় সমিতির কথা বলে মামলার বাদীসহ মোট ৩ জনের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে আত্মসাত করে আসামীরা। তাদের কাছে অর্থ আদায়ের নানা চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০২৪ সালের ৩ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন বাদী। সেই মামলার জামিন না মঞ্জুর করে আমিনুল ইসলামকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত।
মামলার বাদী স্বপন মিয়া বলেন-‘এই মামলায় এখনো দুইজন পলাতক রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.