মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৬ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের গাংকুল পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে শীতার্ত জেলেদের হাতে এ সমস্ত শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার হাফেজ মো: মুগনিউল হাসানের সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি এডঃ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল। এছাড়াও গাংকুল পাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবঃ শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস, নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতির সভাপতি পাপোচন দাস, সাধারণ সম্পাদক পরিমল দাস, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
Leave a Reply