তারিকুল ইসলাম তারা নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫। এ উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) রাজিবপুর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলার বিশেষ আয়োজন
“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তাদের ভাবনাগুলো দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উপজেলা প্রশাসনের উদ্যোগ ও অতিথিদের উপস্থিতি
রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন, রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, উপজেলা জামায়াতের আমির আবুল বাশার মো. আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, ও ছাত্র সম্বনয়কগণ উপস্থিত ছিলেন
বক্তব্য ও দিকনির্দেশনা
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের। আজকের এই আয়োজন প্রমাণ করে, নতুন প্রজন্ম উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে বাংলাদেশ প্রযুক্তিতে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।”
পুরস্কার বিতরণ
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের জন্য পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ
বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর। প্রযুক্তি নিয়ে আলোচনা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং তরুণদের অনুপ্রেরণাদায়ী বক্তব্য পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এ মেলার আয়োজন তরুণ প্রজন্মের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির একটি সফল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। রাজিবপুরের মতো প্রত্যন্ত এলাকায় এমন আয়োজন তরুণদের বিজ্ঞান মনস্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
আরও পড়ুন জামালপুরে আওয়ামী লীগের আট নেতা আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.