দিনাজপুর থেকে মো. ফজলুর রহমান: দিনাজপুরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক,,দিনাজপুরের বিরামপুর উপজেলায় শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২টি সোনার বারসহ জয়দেব মহন্ত (৪৩) নামে এক যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ।
১ কেজি ২৫০ গ্রাম ওজনের জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সোমবার দিবাগত রাতে ভারতে পাচারের জন্য শরীরে ১২টি স্বর্ণের বার বিশেষভাবে লুকিয়ে রেখে মুকুন্দপুর বাজার অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন মহন্ত ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে জয়দেব মহন্তের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই যুবককে মঙ্গলবার দুপুরে মামলার দায়েরের পর আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.