স্থানীয় প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে গোয়ালকান্দা ও বাঘারচর গ্রামের পিয়ারা ছড়া বিলে ড্রেজার দিয়ে দীর্ঘ দিন যাবৎ ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন কয়েকটি প্রভাবশালী মহল।
ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় গভীর গর্ত হয়ে জমি গুলো পুকুরে রুপান্তরিত হচ্ছে, যার ফলে পাশের জমি গুলো ভাঙ্গনের মুখে পড়েছে।
যে ভাবে ফসলি জমি কেটে মাটি উত্তোলনের হিড়িক চলছে, এতে দ্রুত এই অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে খাদ্য ঘাটতি সহ ফসলি জমি হুমকির মুখে পড়বে বলেও সচেতন মহল মনে করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে গোয়ালকান্দা ও বাঘারচর গ্রামে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে।
ফসলি জমির মাটি কেটে ফেলায় পাশের জমি গুলো ভেঙ্গে যাচ্ছে,যার ফলে ফসলি জমি অপরিকল্পীত ডোবায় পরিনত হচ্ছে।
স্থানীয় বাসীন্দার জামালপুর জর্জ কোর্টের এপিপি মাহফুজ রহমান সোহেল বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’ এমন সরকারি নির্দেশ থাকলেও গোয়ালকান্দা ও বাঘারচর দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছে মামুন ও সাইদ গং, ফলে আমাদের পাশের জমি গুলো হুমকির মুখে পড়েছে। আমরা প্রতিবাদ করলেও তারা আমাদের কে উল্টো হুমকি প্রদান করে।
এ বিষয়ে প্রশাসনকে অবগত করলেও কোনো সুরাহা মিলছে না। আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি, যারা ফসলি জমি কেটে ডোবায় রুপান্তরিত করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার জন্য।
একই ভাবে নোকাই ঝর্ণা থেকেও একাধিক জায়গায় বালু উত্তোলন করায় বিলীন প্রায় পাথরের চর কয়েকটি গ্রাম।
উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী জনসাধারণ।
আরও পড়ুন বকশীগঞ্জে নাশকতা মামলায় গ্রেপ্তার ২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.