রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরে বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ের বিরোধে সংঘর্ষে আব্দুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১জানুয়ারি ) সকাল ৯ টায় দিকে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ দুলু বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।নিহতের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় হেমেজলের ছেলে সোলাইমান আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply