নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান: রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকাল ৯.৩০মি: রংপুর মহানগরীর সাতমাথা চায়না সিনেমা হল-সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পাভেল এক্সপ্রেস ও একটি মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হন আরও দুইজন। রংপুরে মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, কুড়িগ্রামগামী যাত্রীবাহী পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মাহিন্দ্রার যাত্রী নিহত হওয়ার নিশ্চিত করেন। আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে-সকাল পৌনে ৮টায়, ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ের ফ্লাইওভারের দক্ষিণে একটি যাত্রীবাহী বাসকে আরেকটি বাস ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায়
ছয়জন। নিহতের নাম আসলাম খান (৪৫),তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জের সামাদ খানের ছেলে বলে জানা গেছে।
সাতক্ষীরা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানান বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-মো. মনিরুজ্জামান।
অন্যদিকে রংপুর-বদরগঞ্জ রোডের লাহিড়ীরহাট বাজার সংলগ্ন (কেটিএল) ইট ভাটার কাছে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মাসুদ মিয়া (৪৫), গংগাচড়া উপজেলার নবনিবাস ইউনিয়নের চাঁদনিপাড়া গ্রামের মৃত-নয়া মিয়ার ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এ সময় সেখানে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন রংপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: অলিভ মাহামুদ। রিপোর্ট লেখা পর্যন্ত নাম ও ঠিকানা পাওয়ার যায়নি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.