নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় হত্যা ও ভাঙচুর মামলায় আটক আওয়ামী লীগ নেত্রী লায়লা বানু কারাগারে পাঠিয়েছেন থানা পুলিশ। হত্যা ও ভাঙচুর মামলায় আটক উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লায়লা বানু সম্প্রতি বিমানবন্দরে আটক হলে পরবর্তীতে তাকে চিরিরবন্দর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দিনাজপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েদেন।
Leave a Reply