এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরীতে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীতে অবৈধভাবে উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল বালিজুরী বাজার সংলগ্ন ৩ টি স্থানে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তপ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেন। এসময় সহকারি কমিশনার ভূমি নাহিদুল হক, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর
স্থানীয় একটি চক্র খরস্রোতা সোমেশ্বরী নদীর রাঙা জান, বালিজুরী ও খাড়ামোড়া এলাকা থেকে দিনে ও রাতে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, অবৈধভাবে কাউকেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.