নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ আহতদের হাসপাতালে ভর্তি।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল চলাকালে আকর্ষিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ৬টায়, উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে এই বিস্ফোরণটি ঘটছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মিছিলটি যখন পৌর এলাকার প্রধান প্রধান সড়ক অতিক্রম করছিল, হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী গুরুতর খোকন সহ আহত ৫ জনকে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি’র পর থেকে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফুলবাড়ী উপজেলায়,পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কারা এই হামলার সঙ্গে জড়িত,তা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে নিরপক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থা।
রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণের কারণ ও আরো আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
Leave a Reply