নিজস্ব প্রতিবেদক: দৈনিক দশানী-২৪ পোর্টালের তৃতীয় বর্ষের পদার্পণ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা র্বাতা জানিয়েছেন, দিনাজপুর জেলা প্রতিনিধি: মোঃ ফজলুর রহমান।
আগামীকাল বৃহস্পতিবার ৬ফেব্রুয়ারি-২০২৫ *দৈনিক দশানী-২৪ অনলাইন পোর্টাল* এর তৃতীয় বর্ষের পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বলেন
দৈনিক দশানী-২৪ অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক এবং বার্তা সম্পাদক সহ বিভিন্ন প্রকার কলা কৌশলীকে আমার
অন্তরের অন্তস্থল থেকে পোর্টালের সকল কার্যক্রম এবং ভবিষ্যতে আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করছি। পোর্টালের তিন বছর পূর্ণ হওয়ায় আমি আন্তরিকভাবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই তিন বছরে পোর্টালটি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সক্ষম হয়েছে,তা সত্যিই প্রশংসনীয়।
ধন্যবাদান্তে-
দৈনিক দশানী-২৪ অনলাইন পোর্টাল এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক*পোর্টালটি প্রতিনিয়ত যেভাবে জনপ্রিয়তা অর্জনে আমাদের সকলের জন্য গর্বের বিষয়। দিনাজপুর থেকে সাংবাদিক মোঃ ফজলুর রহমান, তার বার্তায় দৈনিক দশানী-২৪ এর
তথ্যবহুল সংবাদ পরিবেশন করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply