দিনাজপুর থেকে মো. ফজলুর রহমান: উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
‘বিনা নোটিশে’ সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সময় বাঘাবাড়ি নৌ বন্দরের ডিপো থেকে সকল প্রকার জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হবে বলেও জানানো হয়।
জানা যায়, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির যৌথ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর রাতে রাজশাহী ও রংপুর বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি এবং কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান রতন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়। বৈঠক শেষে উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান এ ঘোষণা দেন।
এ সময় রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব ওয়জুল হক ও সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকরা হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
Leave a Reply