রায়হান উদ্দিন, সোনাগাজী (ফেনী)
২১ ফেব্রুয়ারী’২৫ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল শনিবার সন্ধ্যায় সোনাগাজীর সান জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলায় পরিচালিত সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বৃহৎ প্ল্যাটফর্ম “সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবার” এবং সান জেনারেল হাসপাতাল সোনাগাজী’র যৌথ উদ্যোগে সোনাগাজীতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই প্রোগ্রামের অধীনে আগত মানুষদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি ট্রিটমেন্ট এবং রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হবে। ভেন্যু অচিরেই জানানো হবে।
সান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং মানবতার ডাক’র সহ সভাপতি এমদাদুল হক সুজন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক ও সাংবাদিক আলমগীর হোসেন রিপন, শাহাপুর মুনষ্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম ও ক্রীড়া সম্পাদক সাহাদাত হোসেন নিরব, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশনের মুহাম্মদ ইয়াছিন মাহমুদ, শিক্ষা ঘর সোনাগাজীর সভাপতি হোসাইন আজাদ, সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের আব্দুল্যাহ জাহেদ ও আশরাফ উদ্দিন, টিম ইমার্জেন্সী সোনাগাজীর এমদাদুল হক সোহেল, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটির মোঃ হৃদয়, শাহ জালাল, আবুল কালাম হাসান, স্বপ্নচারী মানব কল্যাণ সোসাইটির সাইফুল ইসলাম রৌদ্র, সান জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ ভুঁইয়াসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শাহাপুর মুনষ্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম বলেন, সোনাগাজীতে পরিচালিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এককভাবে বিভিন্ন ক্রীড়া ও সমাজ কল্যাণমূলক কাজগুলো নিয়মিত করে থাকে। সংগঠনগুলো একসাথে হয়ে আরো বৃহৎ পরিসরে এর আগে ২০২২ সালে আত্মহত্যা নিরসনে “আর নয় আত্মহত্যা”প্রোগ্রাম করেছিল। এবার সান জেনারেল হাসাপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী হাতে নিয়েছে যা সোনাগাজীবাসীকে খুব সহজে বিনা খরচে অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পাওয়ার পথ সুগম করবে। আমরা স্বেচ্ছাসেবী পরিবার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ একটি চমৎকার প্রোগ্রাম উপহার দিতে।
এমদাদুল হক সুজন বলেন, আমরা সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারী পাইলট হাইস্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতেছি। এতে আমাদের কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করবে সান জেনারেল হাসপাতাল। আমাদের প্রোগ্রামকে ব্যতিক্রমী হিসেবে উপহার দিতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
সান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলা উদ্দিন বলেন, আমরা মানবিক কাজে সবসময়ই পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী পরিবারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের পাশে থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমরা বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ও এক হাজার লোকের জন্য রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
এ কর্মসূচী বাস্তবায়নে এবার সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবার ব্যানারে অংশগ্রহণ করছে ১৮টি সংগঠন: The Call Of Humanity (মানবতার ডাক), সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশন, গভ: রেজিষ্টার্ড শাহাপুর মুনষ্টার ক্লাব, ঐক্যবদ্ধ ব্লাড ডোনেশন ক্লাব ওলামা বাজার, চৌরাস্তা স্বপ্নছায়া ব্লাড ডোনেট অর্গানাইজেশান, শিক্ষা ঘর সোনাগাজী, স্বেচ্ছায় রক্তদান ও সমাজ কল্যান সংস্থা, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটি, স্বপ্নচারী মানব কল্যাণ সোসাইটি, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশন, স্পন্দন যুব সংঘ (বক্তারমুন্সী), রক্তের সন্ধানে আমরা সোনাগাজী, হেল্পিং হেন্ডস্ বারমিয়ার দিঘীরপাড় সেচ্ছাসেবী সংগঠন (চেয়ারম্যান পাড়া), হাজী পাডা ছাত্র ও যুবকল্যাণ পরিষদ সেচ্ছাসেবী সংগঠন, সোনাগাজী সরকারী পাইলট ব্যাচ ২০১৫ সেচ্ছাসেবী সংগঠন, টিম ইমার্জেন্সি সোনাগাজী, বিডি ক্লিন সোনাগাজী, সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যান সংঘ।
আরও পড়ুনঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত
Leave a Reply