নড়াইল প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত পালিয়ে যাওয়া সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়েছে । অর্থনীতি, স্বাস্থ্য শিক্ষা, নির্বাচন ব্যবস্থা অর্থনীতি সবকিছু ধবংস করছে।
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থা কে ধবংস করে দিয়েছিল। বিগত সরকার নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারনা করেছে।
রোববার সকালে ব্যাপক উৎসাহ মধ্যে দিয়ে নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমিন। তিনি বলেন আগামীতে দেশে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা বিএনপির আয়োজনে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। নড়াইল শিল্পকলা একাডেমী মিলনায়তন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন যুক্তরাজ্য পাঠানোর নামে ৬০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ একটি চক্রের বিরুদ্ধে
Leave a Reply