রাশেদুল ইসলাম রনি : আওয়ামী লীগ এদেশের সম্পদের ৭৫ ভাগ নিয়ে চলে গেছে। এদেশের উন্নতি আওয়ামী লীগের কারনে বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত।
তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকলে মিলে আওয়ামী লীগকে ছাড় না দেয়ার বিষয়ে একমত বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন- শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারন জনগন তাকে হত্যা করবে।এছাড়াও যারা পেটের দায়ে বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো তাদেরকে যাচাই বাছাই করে দলে যোগদানের সুযোগের কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী,পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান গামা, উপজেলা আহবায়ক বিপ্লব সওদাগর, পৌর যুব দলের আহবায়ক শাকিল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।কমিটি না ঘোষণা করেই সম্মেলন শেষ করা হয়েছে৷
আরও পড়ুনঃ নওগাঁয় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Leave a Reply