বিশ্বজিৎ চন্দ্র সরকার - ব্যুরো প্রধান গোপালগঞ্জ।
গোপালগঞ্জে কাশিয়ানীতে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহনের সংঘর্ষে গাড়ীর ড্রাইভার ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শনিবার (২২ ফ্রেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার হিরোন্যকান্দি শাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক(এসআই) মোঃ জনি সাহেব।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের ড্রাইভার গোপালগঞ্জ ঘোনাপাড়ার বাসিন্দা মোঃ মন্টু ও সুপারভাইজার মেঃআরিফ। স্থানীয় সূত্রে আরও জানায়, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলাধীন হিরোন্যকান্দি হাইওয়ে শাম্পান রেস্টুরেন্টে সোহাগ পরিবহনের যাত্রা বিরতির জন্য স্লো করলে পিছনে থাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।এবং চরমভাবে গাছের সাথে ধাক্কা খায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভার ও সুপারভাইজার গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।
এলাকাবাসী বলেন এমন ঘটনা গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ঘোনাপাড়া মোড় পর্যন্ত প্রায়ই ঘটে চলছে। এটার সরকারি পদহ্মেপ নেওয়া প্রয়োজন, বিশেষ করে গাড়ির গতি নির্ধান করা,নির্ধারণিত গতির ব্যাতিরেকে গতি বাড়িয়ে চালালে নিতে হবে কঠোর পদহ্মেপ।
আরও পড়ুনঃ শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে প্রাণ গেছে ৫১ বাংলাদেশির
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.