1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পটিয়ায় এলডিপি’র বিশাল ইফতার মাহফিলে- কর্নেল (অব) অলি আহমদ- ডক্টর ইউনুছ সরকার আওয়ামী প্রশাসনকে এখনো পরিবর্তন করতে পারেনি- আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ী মন্দিরে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ টুঙ্গিপাড়ায় মসজিদের পানি লাইনে কাজ করতে বাধা, স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও সাংবাদিকদের হুমকি। মনোহরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি দোয়া ও ইফতার মহাফিল ঠাকুরগাঁওয়ে গম বীজ ফসলের গ্রো-আউট টেস্ট উপলক্ষে মাঠ দিবস শেরপুরের ঝিনাইগাতীতে মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা লাকসাম প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন। মাহফিল উপলক্ষে সকাল থেকে সেখানে চলছে স্থানীয় নেতৃত্বের বক্তব্য।

আয়োজকদের দাবি—এ মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম ঘটবে। এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় ওয়াজ মাহফিল।

এদিকে ভোর থেকে শ্রোতাদের ঢল নামতে থাকে চাঁপাইনবাবগঞ্জে। কেউ যাত্রীবাহী বাস রিজার্ভ করে, কেউবা ট্রেনে। তবে অধিকাংশ মানুষ দূরদূরান্ত থেকে মাইক্রোবাসে এসেছেন।

রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, তারা পাবনা থেকে রাত ৩টার দিকে রওনা হয়েছিলেন একটি যাত্রীবাহী বাসে। তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। তার দাবি, রাজশাহী বিভাগে আর মিজানুর রহমান আজহারীর মাহফিল নেই। তাই তাকে সরাসরি দেখে তার মুখে ওয়াজ শোনার জন্য সবাই এসেছি।

সজিব ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মাহফিল শুনেছি তার। মাহফিল শুনতে অনেক ভালো লাগে। কাছে এসে সরাসরি দেখার একটা সুযোগ হয়েছে। তাই এ সুযোগ মিস করতে চায় না। আজহারী সাহেবকে দেখা হবে এবং তার মুখ থেকে মাহফিলও শোনা হবে। আমরা যতটুকু শুনেছি- তিন দিন আগে থেকে এখানে মানুষ আসতে শুরু করেছে। আসলে তার জনপ্রিয়তা আছে বলেই তো এত মানুষ আসছে।

সংশ্লিষ্টরা জানান, জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য আটটি মাঠ প্রস্তুত করা হয়েছে। আর জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে করা হয়েছে মূল মঞ্চ। এই মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মূল মাঠে চারটি প্রজেক্টরসহ সব মাঠে থাকবে প্রজেক্টরের ব্যবস্থা। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুতের জন্য রয়েছে জেনারেটর। পাশাপাশি ফ্রি ওয়াইফাই, স্যানিটেশন, পর্যাপ্ত সুপেয় পানি, অজুখানার ব্যবস্থা, ইন্টারনেট সচলের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া থাকবে ৫ হাজার স্বেচ্ছাসেবক দল ও মেডিক্যাল ক্যাম্প।

জানা গেছে, জাবালুন নূর ফাউন্ডেশন এই ঐতিহাসিক মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ গোলাম রাব্বানী বলেন, চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটি সবচেয়ে বড় ওয়াজ মাহফিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ ছাড়া পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা, খাবার হোটেল, প্রকাশনা স্টল, মেডিকেল টিম, ও পরিবহন রাখার জন্য প্রায় ১৬টি গ্যারেজের সুব্যবস্থা করা হয়েছে।

মাহফিলের সভাপতি মাওলানা আবু জার গিফারী বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তায় পুলিশ সদস্যরা নিয়োজিত আছে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park