নিজস্ব প্রতিবেদক:
সৈয়দপুর-পার্বতীপুর সড়কে সেনাবাহিনীর গাড়ি ও অটোরিকশার সংঘর্ষে-দুই জন নিহত নীলফামারী সৈয়দপুর-পার্বতীপুরে সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়-দুই জন পথযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুমানিক সকাল ১১টায়-সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সৈয়দপুর থেকে পার্বতীপুর- গামী একটি সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। এলাকাবাসী আরো জানায়,
হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু'র খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রিপোর্ট লেখা পর্যন্ত নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ মানবতার কল্যাণে আমরা সংগঠন এর কার্যকারী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.