জামালপুর প্রতিনিধিঃ ২২ ফেব্রুয়ারী শনিবার জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রাশেদুল ইসলাম ব্যারিস্টান আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র ছিলেন।
জামালপুরে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার সরিষাবাড়ি উপজেলার ছাতারিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল থেকে পিকনিকে গাজীপুরের সাফারী পার্কে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে দেয়। এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে তার মাথা বের করে থাকে।
বাসটি ছাতারিয়া মোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে ওই শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রাশেদুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান আজ আমাদের আনন্দ করার দিন। অথচ রাশেদুলের মুত্যুতে আমরা শোকাহত। এ খবরে সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ মৌলভীবাজারে বেক্সিমকোর ডিপোতে রহস্যজনক ডাকাতি – ৬৬ লক্ষ টাকা ও স্বর্ণ লুট
Leave a Reply