মালিকুজ্জামান কাকাঃ
ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে নিরাপদ কৃষিপণ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে যশোরে চালু হয়েছে, ‘চাষী বাজার’ নামে একটি কৃষিপণ্যের সুপার সপ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
যশোর জেল রোডের ভৈরব পাড়ে নবগঠিত এই সুপার সপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম যশোরী।
এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, “দেশের বিভিন্ন স্থানে বড় বড় সুপার সপ থাকলেও শুধুমাত্র কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে এমন উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম। যদি এটি সফল হয়, তাহলে কৃষি পণ্যের বাজারে একটি নতুন মডেল তৈরি হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রাশেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী।
এই সুপার সপের উদ্যোক্তা যশোরের দুই তরুণ কৃষি উদ্যোক্তা মামুনুর রশীদ ও আবু হাসান। তাদের লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে উৎপাদিত পণ্য সংগ্রহ করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া।
আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ‘চাষী বাজার’ সুপার সপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ শিক্ষা সংস্কৃতি খেলাধুলা একে অপরের পরিপুরক- ইদ্রিস মিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.