মালিকুজ্জামান কাকা
উৎসাহ- উদ্দীপনার মধ্যে দিয়ে যশোরের মনিরামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)র নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মুনছুরুর রহমান।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেলে তিনটা পর্যন্ত বিরতিহীন ভোটে মোট ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মোট বৈধ ভোটার ৬৪ জন। এই নির্বাচনে মোট ৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বিএনপি নেতা মুনছুরুর রহমান।
আরও পড়ুনঃ ডাংধরা ইউনিয়নে,ধর্ষণের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।
Leave a Reply