মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখা।
শুক্রবার সকালে মিছিল বের করার আগে উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আনজীর হোসেন, সাধারণ সম্পাদক শামীনুল ইসলাম শামীম প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা রাণীনগর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিএনপির মোড়ে এসে মিলিত হয়ে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় পুরো রমাদানের মাসে দিনে সকল প্রকারের হোটেল ও রেস্তোরা বন্ধ রাখা, সকল প্রকারের অশ্লীল কাজ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিম্ম ও মধ্যম আয়ের মানুষদের হাতের নাগালে আনাসহ বিভিন্ন দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। যদি কোথাও কোন খাবার হোটেল কিংবা রেস্তোরা দিনের বেলায় খোলা রাখা হয় তাহলে সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণের হুমকি প্রদান করা হয়।
Leave a Reply