তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি)
নালিতাবাড়ীর সীমান্ত এলাকা গারো পাহাড় থেকে খরস্রোতা ভোগাই বয়ে গেছে উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বুক চিরে।
ভোগাই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ধংস্ব করা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এমনকি সাধারণ মানুষের বসত ভিটা, সরকারি স্থাপনা, ব্রীজ কালভার্টসহ অসংখ্য রাস্তা-ঘাট হুমকীর মুখে রয়েছে।
ইজারা বহির্ভূত তারানি জিরো পয়েন্ট হতে নয়াবিলের ভাঙা নামক স্থান পর্যন্ত পাঁচশতাধিক ড্রেজার মেশিন বসিয়ে দিনে রাতে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একদল অসাধু বালু ব্যবসায়ী।
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে একাধিকবার নিউজ প্রকাশ ও প্রশাসনের অব্যাহত অভিযান চললেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন।
এই ধ্বংসলীলার প্রতিবাদে ১লা মার্চ (শনিবার) ২০২৫ তারিখ দিনব্যাপী উপজেলা প্রেসক্লাব ভোগাইনদী ঘিরে এক লং মার্চের আয়োজন করে।
উক্ত লং মার্চে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, কার্যকরী সভাপতি লাল মো: কিবরিয়া শাহজাহান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অরুপ দেবনাথ, অর্থ সম্পাদক আবু ইলিয়াস সাদ্দাম, চ্যানেল এস প্রতিনিধি মিলন শেখ, সাংবাদিক রিজন, মানিক, কেয়া, তানিমসহ প্রমূখ।
অব্যাহত অভিযানের পরেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না কেন প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ৫টি নিয়মিত মামলা চলমান রয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে পঙ্গু ও দুস্থ শ্রমিকের মাঝে চেক বিতরণ ।
Leave a Reply