শ্রী রাম বাবু বর্মনঃ জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। শনিবার (১ মার্চ) ২০২৫ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায়। তাদের সঙ্গে ছিলেন কালাই থানার পুলিশের একটি দল।
বাজার পরিদর্শনের সময় প্রশাসনের কর্মকর্তারা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সতর্ক করেন, যাতে তারা রমজান উপলক্ষে কৃত্রিম সংকট সৃষ্টি না করেন এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখেন। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হয়, যদি খাদ্য সরবরাহে কোনো সমস্যা দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করবেন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাহে রমজানজুড়ে বাজার মনিটরিং কমিটি সক্রিয় থাকবে। কোনো ব্যবসায়ী যদি অযথা দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে মোটা অঙ্কের জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে।
এ সময় এক ব্যবসায়ী বলেন, "আমরা চাই বাজার স্থিতিশীল থাকুক, কিন্তু পাইকারি পর্যায়ে দাম বেড়ে গেলে আমাদের কিছু করার থাকে না।" প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাইকারি ও খুচরা পর্যায়ে সব স্তরে নজরদারি থাকবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াতে না পারে।
এদিকে, সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.