পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দেড় হাজার দরিদ্র-দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সমাজসেবামুলক সংগঠন ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন।
শনিবার (১ মার্চ) সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. শফিউল আলম বাদশা এর পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
গৈড়লা কে.পি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শহিদুল ইসলাম, রাজনীতিবীদ মো. নাজিম উদ্দিন, শফিউল আলম বাদশা এর পিতা মো. ইসমাইল হোসেন, স্থানীয় সমাজকর্মী এন আই করিম, আবু বকর, বেলাল উদ্দিন, এস আহাম্মদ, আবদুল বারেক, মামুন শিকদার, সালাউদ্দিন, হোসেন, বক্কর, হাসান প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চনা, তেল, চিনি, চাউল, আলু, সেমাই, চিরা, ময়দা ও পিঁয়াজসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শফিউল আলম বাদশা বলেন, পবিত্র রমজান সংযম সাধনার মাস। এ মাসে মহান আল্লাহ-তায়ালা ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। শারীরিক ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদতেরও গুরুত্ব রয়েছে রমজান মাসে। যেমন দান-সদকাসহ রমজান মাসে রোজাদারদের সেহেরি-ইফতারির ব্যবস্থা করাও একটি ফজিলতপূর্ণ ইবাদত।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বহু মানুষের সেহরি ও ইফতার জোগাতে কষ্ট হচ্ছে। তাই আমি আমার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের মাধ্যমে অতীতের ন্যায় যাতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে পারি এ জন্যই এ উদ্যোগ চালু রেখেছি।
আরও পড়ুনঃ রাজশাহীতে হারানো ৪৯ টি ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলেন পুলিশ কমিশনার
Leave a Reply