এম জামান যশোহর প্রতিনিধিঃ যশোহরের শারসা উপজেলার নিজামপুর ইউপির কন্দপপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামরুলের বাড়িতে তাণ্ডপ ও লুটপাট চালায় এলাকার সংঘ বদ্ধ একটি চক্র। ১৭ জানুয়ারির চক্রটি ভিকটিমের ছেলেকে দুই দফা হত্যার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার সন্ত্রাসীরা কামরুলের ছেলেকে ধাওয়া করলে তিনি পাশের গ্রামে আশ্রয় নেন, দ্বিতীয়বার শুক্রবার ২৮ ফেব্রুয়ারি নাভারণ ক্লিনিকে যাওয়ার পথে তাকে ভ্যান থেকে নামিয়ে আক্রমণ চালায়। এসময় পথচারী ও গ্রামবাসী এগিয়ে এসে তাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করেন।
কামরুলের পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এই পরিবারটি বিএনপি’র বিভাজন বিবাদের শিকার বলেও অনেকে ধারণা করছেন।
১৭ জানুয়ারি সোমবার রাতে ঐ চক্রের সদস্যরা বিএনপি সভাপতি কামরুল ইসলামের বাড়ি আক্রমণ করে লুটপাট, ভাংচুর ও আগুন ধরিয়ে নগদ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেেও জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কামরুল ইসলাম মৃত সমশের সর্দারের ছেলে।
জানা গেছে, কথিত বিএনপি নেতা আসাদুল ও তোতার নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি সন্ত্রাসী চক্র ঐ দিন রাত ৯ টার দিকে কামরুলের বাড়ি আক্রমণ করে। তিনটি ঘরে লুটপাট করে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় এরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় ভীতি সঞ্চার করে।
ভাংচুরকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশী কম্বল, কাপড় চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। নিয়ে যায় গোলায় রক্ষিত ধানসহ মূল্যবান জিনিসপত্র।
লুটপাট থেকে রক্ষা পায়নি খামারের ৪০০ মুরগীও। ছোট ছোট মুরগীর বাচ্চা সহ ফার্মে আগুন ধরিয়ে দেয় লুটতরাজকারীরা।
এ ঘটনায় ভুক্তভুগি শারসা থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।
তদন্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। যা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।
আরও পড়ুনঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয় রাখার দাবীতে জয়পুরহাটে জামায়াতের মিছিল
Leave a Reply