মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামে একের পর এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয়দের উদ্যোগে ১২ সদস্যের একটি পাহারাদার দল নিয়মিত পাহারা দিলেও অপরাধীরা রাত্রিকালীন হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল রাত আনুমানিক ২টার দিকে চারজন কালো পোশাকধারী সশস্ত্র ডাকাত ধারালো অস্ত্রসহ অজিত মোল্লার বাড়িতে হানা দেয়।
ডাকাত দল তার পুত্রের প্রবাসযাত্রার জন্য সংরক্ষিত তিন লাখ টাকা লুট করে। তারা আলমারি ভেঙে অর্থ সংগ্রহের সময় বাড়ির সদস্যরা গভীর নিদ্রায় ছিলেন। তবে পালানোর মুহূর্তে অজিত মোল্লার স্ত্রী জেগে ওঠেন এবং সাহসিকতার সঙ্গে এক ডাকাতের পোশাক টেনে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল তার হাতে ধারালো অস্ত্রের আঘাত করলে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
একাধিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তবে এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.