মুর্শিদ আমার হৃদয়ে বাঁধিয়াছেন ঘর প্রেমও আলিঙ্গনে আপ্লুত করো আমার অশান্ত মন।
সর্বময় থাকো তুমি আমারই মাঝে,
খুশি হয়ে ডাকবো তোমায় অন্তরও খুলিয়া।
তোমার প্রেমে শান্তি পাবো আমার অশান্ত মনে,
তুমি শান্তির ছায়া মাওলারই রুপে,
রাসূলের প্রেমেই পাইতে হয় মাওলারই দর্শন,
মুর্শিদ বিনে মিলেনা রাসূলের দর্শন ।
রাসূল প্রেমে পাগল হও রে মন
রাসূল দ্বীনের আলো,
রাসূল ছাড়া হয়নি সৃজন
সৃষ্টির কোন কিছু।
মাওলা আমার স্বয়ং প্রেমে রাসূলেরই শনে
প্রেমে তে মজিয়া রাখিলেন ময়ূরও সাজাইয়া।
সত্তর হাজার বছর গেল পলকে চলিয়া
কেহ না জানিলো প্রেমের কাব্য কথা।
ধীরে ধীরে সৃজন করলেন মানুষও বানাইয়া
মাওলা আমার রাসূল প্রেমেতে পড়িয়া,
একে একে সব হলো জানা
আদম হাওয়া আর জান্নাত ও জাহান্নাম বানাইয়া।
দেহের মাঝে মকরম করিলো বিরাজ
অমান্য করাইলো নিষেধ ছিল যাহা,
দুই প্রান্তে দুজনকে মাওলা দিলেন পাঠাইয়া
ক্ষমা করিলেন গোলামী করাইয়া।
তুমি অধম মতি লইনা কোন খবর
দেহের মাঝে বিরাজ করে
মুর্শিদ মাওলার রুপ
সেই রুপেতে পাগল হইও
মনও আমার যাইও না আর ভুলিয়া।
মুর্শিদ রুপে ফানা হও মন
মাওলা আর রাসূলের পাইতে দর্শন।
লেখক,
সূফী সাধক ফকির মোয়াজ্জেম চৌধুরী
নাতি ও খাদেম, বাবা হযরত উসমান গনী রঃ।
গবেষক, কলামিস্ট, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
৫ই মার্চ ২০২৫ ইং
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে কেক কেটে জিয়া সাইবার ফোর্স’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.