ঝিনাইদহ জেলা সংবাদকর্মীঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুৃ উপজেলার ইমান আলী মিয়া ফাউন্ডেশেনের উদ্যোগে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের ১০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন, ইমান আলী মিয়া ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মরহুম ইমান আলী মিয়ার কনিষ্ঠ পুত্র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, হাসান মাহমুদ ইমাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক, আশরাফ আলী, সহকারী অধ্যাপক, এটিএম শরীফুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ, মোঃ মোক্তার আলী। ও পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোঃ পারভেজ ইমাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অবিভাবকবৃন্দ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর উত্তর উত্তর সফলতা কামনা করেন।
ইমান আলী মিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, হাসান মাহমুদ ইমাম সবাইকে আশ্বাস দিয়ে বলেন ‘ইমান আলী মিয়া ফাউন্ডেশন’ নারী শিক্ষা বিস্তারে ফাউন্ডেশনের এ কার্যক্রম আগামীতে চলমান থাকবে।
আরও পড়ুনঃ সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা
Leave a Reply