মালিকুজ্জামান কাকা
এই সমাজে মায়ের জন্য বড়ই হচ্ছে দুর্ভাবনা
বেটার বৌ ভাবছে না মা, সন্তান নয়রে সমমনা
কষ্ট হয় মায়ের অধিকার হেথা আহা বাছা ক্ষুন্ন
জন্মের পর দরদ ভরে মানুষ, খোকা আজ বন্য
ম্যান টু ম্যান মার্কিং সোচ্চার ভালোবাসায় মা
ওকে কষ্ট দিলে নরাধম তুই বনে চলে হ্যা যা।
বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম” এ প্রতিপাদ্যে ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মায়েদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জয়তী সোসাইটি যশোর মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এ.জেড.এম সালেক।
স্বাগত বক্তব্য দেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেছা। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।আলোচনা করেন, ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগম, সহ-সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিস্বাস, সদস্য মবিনুল ইসলাম মবিন, দাতা সদস্য ফিরোজ খান, সাইফুজ্জামান মজু, জাহিদুর রহমান গোলদার, সামাজিক ব্যক্তিত্ব সালেহা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, শিক্ষক মমতাজ বেগম, নজরুল ইসলাম বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির কর্মীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক বন্ধন সুদৃঢ় না হলে সুস্থ সুন্দর সমাজ ও আদর্শ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। বাবা মায়েদের ঘরের বাইরে নয়, তারা যেন ঘরেই থাকেন সে ব্যবস্থা করতে হবে। বৃদ্ধাশ্রমের সংখ্যা কমাতে সবার এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, কারো একার পক্ষে একটি ভালো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব না। সমাজের সবার চেষ্টা থাকলে ভাগ্য বিড়ম্বিত প্রতিটি বাবা মা জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকতে পারবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ উর্ধ্ব মায়েদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখা ও আরও বাড়ানোর বিষয়ে আশ্বাস দেন।অনুষ্ঠানে ৬০ উর্ধ্ব ৪০০ জন মা কে ছোলা, চিনি, চিড়া ও মুড়ি দেয়া হয়। এছাড়া মায়েদের নিয়ে তৈরি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.