নিজস্ব প্রতিবেদক:
আইজিপি মহোদয়ের রংপুর বিভাগ পরিদর্শন
বৃহস্পতিবার রংপুর বিভাগ পরিদর্শনের উদ্দেশ্যে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মাননীয় আইজিপি মহোদয়।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আরো অনেকেই আইজিপি মহোদয়কে সাদরে গ্রহণ করেন। রংপুর অফিসার্স মেস এ রংপুর মেট্রোপলিটনের একটি সুসজ্জিত চৌকস প্যারেড দল আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
অতঃপর সকাল ১০ ঘটিকায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ”বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, (পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়), (ভার্চুয়াল মাধ্যমে); বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাহারুল আলম, (বিপিএম) ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল ; জনাব মোঃ তাজুল ইসলাম,চীফ প্রসিকিউটর (অ্যাটর্নী জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল; এডভোকেট এহসানুল হক সমাজী,স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইজিপি জনাব বাহারুল আলম মহোদয় ৫আগষ্টের পরে বৈষম্যহীন সমাজ গঠনের কথা উল্লেখ করেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় যে সমস্ত মামলা হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে সমাধান করার কথা বলেন। আইন ও বিচার বিভাগের লোকদের প্রতি সুবিচারের আহবান করেন। নাগরিক সমাজের কাছে অনুরোধ করেন পুলিশ বাহিনীর সাথে ভালো আচরণের জন্য এবং পুলিশকে আবারও মানুষের কাছে গ্রহণ যোগ্য করে তোলার কথা উল্লেখ করেন।
এ সময় রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তাবৃন্দ সহ অত্র বিভাগের প্রশাসন, বিচার বিভাগ, পিপি/এপিপি ও রংপুর মেট্রো পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
আরও পড়ুনঃ প্রসাদপুর ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
Leave a Reply