বিশেষ প্রতিনিধি: শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কালিহাতী প্রেসক্লাবের তিন সদস্যকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যরা হলেন— রশিদ আহমেদ আব্বাসী, আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীম।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়। প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত সদস্যরা এখন থেকে প্রেসক্লাবের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং সংগঠনের সদস্য পরিচয় ব্যবহার করতে পারবেন না। তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সম্পূর্ণ তাদের নিজেদের। প্রেসক্লাব বহিষ্কৃত সদস্যদের কোনো অপকর্মের দায়ভার নেবে না।
আরও পড়ুনঃ আজ নারী দিবসে শুভেচ্ছা-সকল মা নারীর কলিজার মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.