তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধিঃ নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে “অধিকার, সমতা, ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে, সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ী, এসডিএফ, কারিতাস এর সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
ইয়েস সদস্য অভিজিৎ সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, সনাক সহ-সভাপতি মশিউর রহমান, সদস্য আলপনা রানী সাহা, সুচিত্রা চিশ্রাম, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, এসডিএফ এর ক্লাস্টার কো-অর্ডিনেটের ইয়েস সদস্য অমা রানী দেবসেন প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।
আর-ও পড়ুনঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
Leave a Reply