রাশেদুল ইসলাম রনি
জামালপুরে জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে করা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে গ্রেফতার দুই ছাত্রলীগ নেতাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে ওই দুই নেতাকে গ্রেফতার করে বকশিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. নিয়ামত উল্লাহ নিয়াত (৪০) বকশিগঞ্জের সারমারা এলাকার মৃত শাহজামাল ছেলে। সে দীর্ঘদিন ধরে উপজেলার বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মোস্তাইন বিল্লাহ (৩৮) বকশিগঞ্জের দত্তেরচর এলাকার জহুরুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন দুই ছাত্রলীগ নেতাকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গ্রেফতার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
Leave a Reply