গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে রূপ নেয়। সেখানে বক্তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা কবির হোসেন, মো. মাহফুজুর রহমান সিয়াম, আইরিন, সোমাইয়া খানম সিমো, বাদন প্রমুখ।
বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— "তুমি কে? আমি কে?—আসিয়া! আসিয়া!
একটা করে ধর্ষণ ধর, সকাল-বিকাল নাশতা কর!"
এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণকে উৎসাহিত করছে। তাই দ্রুততম সময়ে ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, যা সমাজের জন্য ভয়াবহ সংকেত। এ ধরনের আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
আরও পড়ুনঃ শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.