যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা পল্লীতে দিন মুজুর মিহির কুমার মজুমদার নামে এক হিন্দুর বসত ভিটার জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে রোববার ২মার্চ শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামে। এ ঘটনা সকলে জানলেও কেউ ভয়ে কথা বলতে পারছে না। ভুক্তভুগি মিহির ভেউ ভেউ করে কাঁদলেও কেউ তার সহযোগীতা করছে না। তার যাতায়াতের পথ বন্ধ হয়ে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, উলাশী ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর পরান জোর করে দিন মুজুর শ্রী মিহির কুমার মজুমদারের বসত ভিটা দখল করে নিয়েছে। জমি দকলকারী আবু বক্কর পরান লোকজন নিয়ে এক দিনেই সীমানা প্রাচীর দিয়ে দখলকৃত জমি তার দখলে নিয়েছে।
আবু বক্কর পরান এলাকায় প্রভাবশালী বিএনপি নেতা পক্ষান্তরে মিহির কুমার একজন দিন মুজুর হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। আবু বক্কর পরান উলাশী গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। শ্রী মিহির কুমার মজুমদার উলাশী গ্রামের মৃত নিত্যন্দ মজুমদার ওরফে নিতাই মাষ্টারের ছেলে।
এ ব্যাপারে ভুক্তভোগী মিহির কুমারের বড় ভাই এ্যাডঃ চন্ডি চরন মজুমদার বলেন, গত ৭০/৮০ বছর ধরে উলাশী গ্রামের তার বাপ দাদার আমল থেকে তাদের বসত ভিটায় তারা বসবাস করে আসছে। এখন প্রতিবেশি আবু বক্কর পরান নামে এক ব্যাক্তি মিহির কুমারের বসত ভিটের ৭ ফুট জমি জোর দখল করে প্রাচীর দিয়ে পথ আটকিয়ে দিয়েছে।
তিনি আরও জানান বিষয়টি নিয়ে স্থানীয় ও থানা পর্যায় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেছি। তবুও আবু বক্কর পরান প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। দলিল মুলে মুল জমি দখলে থাকার পরেও নতুন ম্যাপে ভুল থাকায় ম্যাপ অনুপাতে আবু বক্কর পরান তার জমি দখল করছে।
প্রকৃত পক্ষে গত ১৯২৭ সাল ও ১৯৬২ সালের ম্যাপে মুল জমির নকসা সঠিক আছে। এখন জমি দখল ও পূর্বের ম্যাপে জমি ভোগ দখল আইনগত।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর পরানের মুঠো ফোন বার বার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ মনিরামপুরে জনসেবা সমিতির গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাত
Leave a Reply