মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আগামী ১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩২ হাজার ৮৪৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার(১০ মার্চ) দুপুরে সিভিল সার্জন অফিসের হলরুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, সিভিল সার্জন ডা. একেএম শাহাবাদ্দীন।
সিভিল সার্জন বলেন, জেলায় ৬ থেকে ১১মাস বয়সী ২৮হাজার ৩৩৯ জন শিশুকে নীল রংয়ের এবং ১২মাস হতে ৫৯মাস বয়সী ২লাখ ৪হাজার ৫০৯জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ২হাজার ৪১২ জন কর্মী নিয়োজিত থাকবে।
সরকারি হাসপাতাল ছাড়াও নির্ধারিত স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে কেউ বাদ পড়লে তাদের পরের দিনও ভিটামিন খাওয়ানো হবে।
এসময় জেলা-উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন পটিয়া ৮৫ মিটার চোরাই বৈদ্যুতিক তারসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার ২০০ লিটার চোলাইমদসহ মাদক কারবারি ধরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.