নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী হাটমাগুরা এলাকায় ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি উত্তোলনের প্রতিবাদে মানবন্ধন করেছেন এলাকার কৃষকরা।
৯ মার্চ দুপুরে এই মানববন্ধনের আয়োজন করেছে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, জোড়খালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবুর রহমান এবং শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমানের যোগসাজসে হাটমাগুরা এলাকার তিন ফসলি জমি থেকে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে আসছে। এতে পুরো এলাকার কৃষি জমি হুমকিতে পড়েছে। বাধা দিতে গেলে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে নিরীহ কৃষকদের হয়রানি করা হচ্ছে।প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ভুক্তভোগী খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, সখীতন বেগম প্রমুখ।
জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।জমি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজলো সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল সরেজমিনে গিয়ে কয়েকবার মাটি তোলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও মাটি উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুনঃ জাতীয় নাগরিক পার্টি ও শিবিরের টাকার উৎস কী, জানতে চায় ছাত্রদল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.