জামালপুর জেলা প্রতিনিধি ১০ মার্চ জামালপুর জেলার সহ সারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এর উদ্যোগে মানববন্ধন করেছে।
আজ সোমবার দুপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী শান্তিপূর্ন মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন জেলা ছত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত হোসেন ও বাঁধন, সহ দপ্তর সম্পাদক মো: পপেল মিয়া, শহর ছাত্র দলের আহবায়ক মো: শফিকুর ইসলাম শফিক,সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিন,সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিব,হৃদয় হাসান,রাকেশ,সারোয়ার সহ প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় ভুগছে।
এই বর্বরতা মেনে নেয়া হবে না। বক্তারা আরও বলেন , ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে বিচারে আওতায় আনার জোর দাবী জানান।
আরও পড়ুনঃ গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় মুজাহিদকে হত্যার হুমকি; প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
Leave a Reply